হাউস্টন, ২১ সেপ্টেম্বর: 'Howdy, Modi: গতকাল, শনিবার রাতে হাউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে পা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার "হাউডি মোদি!"নামের মেগা ইভেন্টে ৫০ হাজার অনাবাসী ভারতীয়দের মধ্যে থেকে ভাষণ দেবেন মোদি। 'হাউ ডু ইউ ডু মোদি', ইংরেজির এই কথাটাকেই টেক্সাসের চলতি ভাষায় বলা হয় 'হাউডি মোদি'। ডোনাল্ড ট্রাম্পের দেশে প্রধানমন্ত্রী মোদির মেগা শোয়ের এটাই হল নাম। ইতিমধ্যেই 'হাউডি মোদি' রেকর্ড গড়ে ফেলেছে।
এখনই হাউডি মোদি-তে যোগ দিতে মোট ৫ হাজার নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানের সভায় এত লোক এভাবে আগে থেকে নথিভুক্ত করেননি। নরেন্দ্র মোদির সভায় আজ হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি 'হাউডি মোদি'-র আবহ আরও জমিয়ে দিয়েছে।
Hello Houston!
PM @narendramodi landed in Houston a short while ago.
A packed programme awaits the Prime Minister during this USA visit, including events in New York in the coming days. pic.twitter.com/shNX5u3KWM
— PMO India (@PMOIndia) September 21, 2019
মার্কিন যুক্তরাষ্ট্রকারী বসবাসকারী অনবাসী ভারতীয়দের সামনে মোদি কী বক্তব্য তুলে ধরেন সেটাই দেখার। 'হাউডি মোদি'-কে ঘিরে সাজো সাজো রব গোটা টেক্সাস জুড়ে। চারিদিকে একেবারে কার্নিভালের পরিবেশ। ক মাস আগে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি-র ঐতিহাসিক জয়ের পর 'হাউডি মোদি'-র প্রেক্ষাপট জমে গিয়েছে। এবার নিয়ে আমেরিকা মোট তৃতীয়বার অনাবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখবেন মোদি। বিজেপি মোদির এই সভাকে ঐতিহাসিক বলে দাবি করেছে। তবে দেশের বিরোধিরা প্রধানমন্ত্রীর হাউডি মোদি-কে তীব্র কটাক্ষ করছেন। দেশের অর্থনীতির খারাপ দিক, গণপিটুনির ঘটনা নিয়ে মোদি কি হাউডি মোদি-তে মুখ খুলবেন তা নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। তবে 'হাউডি মোদি'-তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে কাশ্মীর প্রসঙ্গ। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান। এমন সময় অনাবাসী ভারতীয়দের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বক্তব্য তুলে ধরেন সেটাই দেখার। ২৭ সেপ্টেম্বর, শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তৃতার মধ্য দিয়ে মার্কিন সফর শেষ হবে প্রধানমন্ত্রী মোদির।